Raghunathpur college

P.O : Raghunathpur, Dist.: Purulia 723133 (W.B)

Visitor Count: 760

Notification of ADD-ON Courses of 1st, 3rd & 5th Semester Students

নোটিশ

কলেজের সমস্ত ছাত্র-ছাত্রীদের (1st, 3rd এবং 5th semester) জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আমাদের PORTAL অনুযায়ী যে ADD-ON কোর্সগুলো দেওয়া আছে সেই গুলির মধ্যে  অন্তত একটিকে তোমাদের গ্রহণ করতে হবে এবং সেই পছন্দ-নির্দিষ্ট ADD-ON COURSE এ PORTAL গিয়ে এ ফরম ফিলাপ করতে হবে। যার শেষ তারিখ হচ্ছে 15ই জানুয়ারি 2024।
যদি এর অন্যথা হয়, কোন কারনে কেউ একটিও ADD-ON COURSE  করলো না তাহলে তাকে ইউনিভার্সিটি পরীক্ষার ফরম ফিলাপের সুযোগ থেকে বঞ্চিত করা হবে (1st semester er ক্ষেত্রে) এবং 3rd এবং 5th semester এর ছাত্র-ছাত্রীরা এরকম ক্ষেত্রে তাদের ইউনিভার্সিটি পরীক্ষার মার্কশিট পাবেনা।

অধ্যক্ষ

রঘুনাথপুর কলেজ

zoom